‘বঙ্গবন্ধু মাচাং’ তৈরি করায় সাবেক যুবলীগ নেতা বহিষ্কার

০৩ অগাস্ট ২০২১

বগুড়া প্রতিনিধি:

বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান খলিলকে দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। নিজের এলাকায় স্থানীয় লোকজনদের আড্ডা দেয়ার জন্য নিজের একক সিদ্ধান্তে বঙ্গবন্ধুর নামে  ‘বাঁশের মাচাং’ তৈরি করায় তাকে বহিস্কার করেছে জেলা যুবলীগ। বগুড়া  জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বিষয়টি নিশ্চিত করেছেন। আনিছার রহমান খলিল ওই এলাকায় আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদ প্রার্থী।

জানা গেছে, আশোকোলা দক্ষিণপাড়া গ্রামের রাস্তার মোড়ে সোমবার দুপুরে মাচাংটি তৈরি শেষে উদ্বোধন করা হয়। উদ্বোধনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি জেলা যুবলীগের নেতারা জানার পরে  যত্রযত্র বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সোমবার রাতেই তাকে বহিস্কার করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বলেন, বঙ্গবন্ধুর জন্য আজকের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।  সেই সময় সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় যুবলীগ নেতা আনিছার রহমান খলিলকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর