তরুণীদের অসামাজিক কাজে বাধ্য করাতেন তারা

০৩ অগাস্ট ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর একটি বাসায় তরুণীদের আটকে রেখে অসামাজিক কাজে বাধ্য করানোর অভিযোগে নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। বাসাটি থেকে উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী ৫ তরুণীকে। মঙ্গলবার সকালে দক্ষিণ কাট্টলীর ছদু চৌধুরী রোড এলাকার বাসাটি থেকে তাদের আটক ও ভুক্তভোগীদের উদ্ধার করে  চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

আটকরা হলো-  মজনু (৪৮), জগদীশ মল্লিক (৩২), পারভীন আক্তার (৪৫) ও নুর জাহান (২৩)।  নগর গোয়েন্দা দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভুক্তভোগীদের প্রায় দেড়মাস ধরে আটকে রেখে অসামাজিক কাজ করানো হয়েছে। আটকদের নামে পাহাড়তলী থানায় মামলা হয়েছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে 

 


মন্তব্য
জেলার খবর