মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে খাল থেকে ভাসমান অবস্থায় নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে আমিনাবাদ ইউনিয়নের বসত উল্লাহ চৌমুহনী বাজার সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক ৪-৫ দিন বয়সের নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে খালপাড় দিয়ে যাওয়ার সময় লাশটি দেখতে পান পথচারীরা। এরপর পুলিশকে খবর দেয়া হয়। চরফ্যাসন থানার ইনচার্জ(ওসি) মো. মনির হোসেন মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নবজাতকটি ছেলে শিশু বলে নিশ্চিত হওয়া গেছে।
কামরুজ্জামান শাহীন/এমকে