লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ৩টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সাত্তার শাহীনকে (৪০) গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ। সাজার বাইরে তার ঘাড়ে ছিল ২২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট)। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আদিতমারী থানার পরিদর্শন (তদন্ত) মোজাম্মেল হক। এর আগে ময়মনসিংহের ভালুকা পৌরসভা এলাকা থেকে গত মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুস সাত্তার শাহীন ওই উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কুমড়িরহাট ভেটেশ্বর গ্রামের আবু তাহের ওরফে তাহের নেতার ছেলে। পরিদর্শক মোজাম্মেল হক জানান, ঢাকা গাজীপুরে গ্রামো ফার্মাসিটিক্যাল নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে এ শাহীন। সেখানে যৌন উত্তেজক ওষুধ প্রস্তুত করে বাজারজাত করতো সে। ২০১১ সালে ৯ মার্চ ওই প্রতিষ্ঠানে ম্যাজিস্ট্রেট নিয়ে যৌথ অভিযান চালায় ওষুধ প্রশাসন, বিএসটিআই ও র্যাব। এ সময় প্রতিষ্ঠানটি সীলগালাসহ ২ জনকে আটক করা হয়। কিন্তু পালিয়ে যায় আব্দুস সাত্তার শাহীন। এরপর থেকেই আত্নগোপনে ছিলেন।
পরিদর্শক মোজাম্মেল আরো জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলাসহ তার বিরুদ্ধে ২২টি মামলার ওয়ারেন্ট ও ৩টি মামলায় সাজাপ্রাপ্তির পত্র এসেছে আদিতমারী থানায়। ৩টি মামলার একটিতে ১ বছর কারাদণ্ড, অপরটিতে এক বছর কারাদণ্ডসহ ৮ লাখ ৪৭ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে। এসব মামলা দেশের বিভিন্ন স্থানে হয়। তিনি জানান, পলাতক আব্দুস সাত্তার শাহীনকে গ্রেফতার করতে বিভিন্ন সময় একাধিক অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করেন আদিতমারী থানার এসআই জয়নাল আবেদীন।
মো. লাজু মিয়া/এমকে