মন্তব্য
একাধিক নারীকে অযাচিতভাবে স্পর্শ, চুমু ও হাতড়ানোর মাধ্যমে যৌন হয়রানি করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কৌমো।
স্বাধীন এক তদন্তে উঠে এসেছে, অ্যান্ড্রু কুওমো ১১ জন নারীকে চুমু খেয়েছেন বা তাদের অশালীন মন্তব্য করেছেন এবং আইন লঙ্ঘন করে চারপাশে একটি বিষাক্ত কর্মস্থল তৈরি করেন।
এসবের মাধ্যমে কৌমো অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় আইন ভঙ্গ করেছেন বলে জানিয়েছেন রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জমেস। তিনি বলেন, গভর্নর কৌমো একাধিক নারীকে যৌন হয়রানি করেছেন বলে প্রমাণিত হয়েছে।
রয়টার্স ও বিবিসি