মন্তব্য
হলিউডের বড় সুপারস্টার জনি ডেপের আইনজীবী সম্প্রতি আদালতের কাছে অভিযোগ পেশ করেন, আম্বার হার্ডের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ও লস অ্যাঞ্জেলেসের শিশু হাসপাতালে অনুদানের দুটি খবরই ভুয়া।
আসলে মানুষের সহানুভূতি এবং আবেগ নিয়ে একটি অন্যরকম ছলনার আশ্রয় নিতে চেয়েছিলেন ডেপের এই সাবেক স্ত্রী।
ইতিমধ্যে আদালতের কাছে সকল প্রকার নথিপত্র পেশ করেছেন জনি ডেপের আইনজীবী। আদালতের পক্ষ থেকে রায়ও হয়েছে জনির পক্ষেই।
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী আম্বারকে আবারও শীঘ্রই জবাবদিহিতার আওতায় আনা হবে।