রফতানি বাণিজ্য ৩০ শতাংশ প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

১০ ফেব্রুয়ারী ২০২২

করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতি কখনোই নিম্নমুখী হয়নি।  রফতানি বাণিজ্য ৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। রেভিনিউ জেনারেশনের পরিমাণও ১৫ শতাংশ বেশি । বৃহস্পতিবার (১০  ফেব্রুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আরও জানান,  করোনা মহামারিতে যখন বিশ্বের অন্যান্য দেশ একদম খারাপ অবস্থা ছিল, সে সময়ও আমরা বেশ ভালো ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনা ঘোষণায় রেমিট্যান্স প্রবাহ বেড়ে গেছে ৩৬ শতাংশ। রেমিট্যান্সটা জিওবি-এতে না এলেও মাথাপিছু আয়ে আসে।  তিনি জানান, জিডিপির প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয়— সবকিছু নির্ধারিত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত সিস্টেম অব ন্যাশনাল অ্যাকাউন্টস ২০০৮ অনুসরণ করে। অন্যান্য দেশও সেটি অনুসরণ করে। তবে আমরা অন্য কোনও সিস্টেম অনুসরণ করি না, আমরা একই সিস্টেম অনুসরণ করছি এবং এটি চলমান আছে।

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে জিডিপিতে প্রবৃদ্ধি বেশি হয়েছে। দেশের মানুষের হাতে যেন টাকা থাকে, সংসার চালাতে পারে- সেই উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেটি যথাযথভাবে কাজ করেছে। এসব কারণেই  জিডিপির প্রবৃদ্ধি বেড়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর