মন্তব্য
গ্রিনল্যান্ডের বরফ গলে এতো পরিমাণ পানি সাগরে মিশেছে যে, এই পানি দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পুরোটাই ঢেকে ফেলা যাবে।
গত সপ্তাহে শুধু বুধবার ২ হাজার ২০০ টন বরফ গলে পানি হয়ে সমুদ্রে মিশে গেছে। এরমধ্যে ১ হাজার ২০০ টন বরফ গলে পানি হয়ে সমুদ্রে মিশে গেছে। বাকি ১ হাজার টন বরফ অন্য হিমশৈলের সাথে মিশে আবারও বরফে পরিণত হয়েছে।
আর্কটিক অঞ্চলের তাপমাত্রা বাড়ায় হয়েছে এ বিপর্যয়। গত কয়েক দশকে সারাবিশ্বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অন্তত ২৫ শতাংশ বেড়েছে শুধু গ্রিনল্যান্ড আর পৃথিবীর দক্ষিণ মেরুর বরফ অঞ্চল অ্যান্টার্কটিকা মহাদেশের হিমশৈল গলে। ভবিষ্যতে এ অঞ্চলে গলবে আরও বেশি বরফ।