হোটেলে রেখে চিকিৎসার পরিকল্পনা

০৪ অগাস্ট ২০২১

হাসপাতালে ভর্তির দরকার না হলে হোটেলে রেখে করোনা রোগীদের চিকিৎসা দেয়ার পরিকল্পনা করছে সরকার। হোটেলে ডাক্তার, নার্স, ওষুধপত্র ও অক্সিজেনের ব্যবস্থা থাকবে। হোটেলে চিকিৎসায় সুস্থতা ফিরে পেলে বাড়ি চলে যেতে পারবেন রোগীরা। মঙ্গলবার  সাংবাদিকদের কাছে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

হোটেলে করোনা রোগীদের রাখা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, হাসপাতালে এখন জায়গা নেই। তাই ভাড়া নেয়ার জন্য হোটেল খো্ঁজা হচ্ছে-  যারা মৃদু আক্রান্ত হয়েছে, তাদের রাখতে। স্বাস্থ্য মন্ত্রণালয় কাজটি করবে। তিনি জানান, করোনা ডেডিকেটিড হাসপাতালে ৯০ শতাংশ সিটে রোগী আছে, ৯৯ শতাংশ ভরে গেছে আইসিইউ। পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ফিল্ড হাসপাতাল তৈরির কাজ চলমান আছে।

আইন মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র পাওয়া গেছে উল্লেখ করে করোনার টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের সিনোফার্ম ও বাংলাদেশের একটি কোম্পানির সঙ্গে এ টিকা উৎপাদনের  কার্যক্রম অনেক দূর এগিয়েছে। সাত  আগষ্ট থেকে প্রায় এক কোটি মানুষকে টিকা দেয়া হবে। তবে টিকার পাশাপাশি মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা খুব জরুরি-যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

 

এমকে


মন্তব্য
জেলার খবর