বজ্রপাতে মারা গেলেন ১৬ বরযাত্রী, আহত-১৪

০৪ অগাস্ট ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে একটি  টিনের ঘরে আশ্রয় নেয়া বরযাত্রীদের মধ্যে ১৬ জন ঘটনাস্থলেই মারা গেছেন,  আহত হয়েছেন ১৪ জন। বুধবার দুপুরে চর পাঁকা এলাকার আলিনগর ঘাটে এ ঘটনা ঘটে। কনের বাড়ি যাওয়ার পথে বৃষ্টি শুরু হওয়ায় ঘরটিতে আশ্রয় নিয়েছিলেন বরযাত্রীরা। হতাহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি।
 

ইউএনও শিবগঞ্জ বলেন, আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশগুলোও একই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন বলেন, হতাহতরা উপজেলার নারায়ণপুর ইউনিয়ন থেকে পদ্মা নদী হয়ে পাঁকা ইউনিয়নের পাঁকা গ্রামে কনের বাড়িতে যাচ্ছিল নৌকায় চড়ে ।  মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও পাঁচ জন নারী।  চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ছাবের আলী প্রামাণিক বলেন, ৪০ বরযাত্রী ছিলেন। বাকি ১০ জন সুস্থ আছেন। কেউ নিখোঁজ নেই।

এমকে

 

 

 

 

 


মন্তব্য
জেলার খবর