টিকা নেয়া ছাড়া বাড়ির বাইরে না যাওয়া সংক্রান্ত সংবাদের বিষয়ে আপত্তি জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণায়লয়। বলেছে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তাদের। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বক্তব্যের অংশটুকু প্রত্যাহার করে নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার করোনা উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সচিবালয়ে সরকারের নীতিনির্ধারক পর্যায়ে বৈঠক হয়। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছিল- টিকা নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ১১ আগস্টের পর বাড়ির বাইরে বের হতে পারবে না।
দুই মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দ্রুতই ১৮ বছরের ঊর্ধ্বে সব মানুষকে পর্যায়ক্রমে করোনার টিকার আওতায় নিয়ে আসা হবে। প্রসঙ্গত, ওই বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল বলেছিলেন, ১১ আগস্টের পর করোনার ছাড়া কেউ বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে। তার আগে করোনার টিকার দেয়ার ব্যবস্থা করা হবে। আইন না করলেও অধ্যাদেশ জারির মাধ্যমে শাস্তি দেয়ার ক্ষমতা দেয়া হবে। বৈঠকে চলমান বিধিনিষেধ আরো ৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়।
এমকে