রাজধানীর বনানীর বাসা থেকে ৫০-৬০ বোতল বিদেশি মদ ও ও এলএসডিসহ ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার বাসায় অভিযানের পর রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে তার বাসা থেকে বের করে একটি সাদা মাইক্রোবাসে র্যাবের দফতরে নিয়ে যাওয়া হয়।
এর আগে বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নায়িকার বনানীর ১৯ নং রোডের ১২ নম্বর বাড়িতে অভিযান শুরু করেন র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় তিন ঘণ্টার অভিযান শেষে সন্ধ্যার কিছুক্ষণ আগে তাকে আটক করা হয়। এ সময় পরীর সঙ্গে আরও দুজনকে আটক করা হয়।
র্যাবের গোয়েন্দা দলের একজন শীর্ষ কর্মকর্তা জানান, পরীমনির বাসায় বিপুল পরিমাণ মাদক-ইয়াবা-সোনার বার পাওয়া গেছে, তাকে হেফাজতে নেয়া হয়েছে। এর আগে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়েছে।’