২৪১ করোনা রোগীর মৃত্যু

০৪ অগাস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৪১ জন মারা গেছেন । করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮১৭ জনের। করোনা থেকে সেরে ওঠেছেন ১৫ হাজার ১১২ জন।শনাক্তের হার ২৭ দশমিক ৯১। বুধবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা  শনাক্ত হয়েছে ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনের।এর মধ্যে  মারা গেছেন ২১ হাজার ৬৩৮ জন। সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি। ১৬ দশমিক ৪৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৫১ হাজার ৯০২টি, পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৫১৪টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২৫ জন আর নারী ১১৬ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ৯৩ জন, চট্টগ্রামে ৬৮ জন, রাজশাহীতে ১২ জন, খুলনায় ৩৬ জন, বরিশাল ও সিলেটে পাঁচ জন করে, রংপুরে ১৫ জন আর ময়মনসিংহে রয়েছেন সাত জন। সরকারি হাসপাতালে ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৩৭ জন, বাড়িতে ১৮ জন মারা গেছেন। বাকি একজনকে হাসপাতালে আনা হয়েছে মৃত অবস্থায়।

এমকে


মন্তব্য
জেলার খবর