মন্তব্য
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন জানিয়েছেন চাপের মুখে থাকলেও পদত্যাগ করবেন না।
বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আইনপ্রণেতাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠদের সমর্থন তার পক্ষে আছে। আগামী মাসে পার্লামেন্টের অধিবেশন শুরু হলে তার প্রমাণ দেব।
তিনি বলেন, রাজা আল-সুলতান আবদুল্লাহ মনে করেন আমার ক্ষমতায় থাকা দরকার। কাজেই আস্থা ভোটের আগে আমাকে ক্ষমতায় থাকতে হবে। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। নিজের অবস্থান নিয়ে আমি সচেতন আছি।