মন্তব্য
বিপুল পরিমাণ বিদেশি মদ ও ইয়াবা বড়ির পাশাপাশি বিকৃত যৌনাচার সরঞ্জাম সেক্স টয় জব্দ করেছে র্যাব।
বনানীর ৭ নম্বর সড়কের জি-ব্লকে চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের কার্যালয়ের একটি রুমে একাধিক নারী-পুরুষ একসঙ্গে বিকৃত যৌনাচারে ব্যবহার্য সরঞ্জামাদি সজ্জিত ছিল।
রাজের ‘রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস’র একটি কক্ষ বা বিশেষ বিছানা ছিল, যেখানে পর্নো ভিডিও বানানো হতো । রাজকে আটক করা হয়েছে।