মন্তব্য
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে সাত মাসে কমপক্ষে ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এই সংখ্যা গত বছরের পুরো সময়ের চেয়ে বেশি।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, লোকজনকে মাসের পর মাস বিনা বিচারে কারাবন্দি করে রাখা হয় এবং তাদেরকে উকিলের সঙ্গেও যোগাযোগ করতে দেয়া হয় না। সৌদি সরকারের সমালোচনা, মানবাধিকার, নারী অধিকার নিয়ে কাজ করেছেন এমন অন্তত ৩৯ জন বর্তমানে কারাভোগ করছেন।
টিআরটি ওয়ার্ল্ড