দুর্গতদের অবস্থা দেখতে পানিতে মমতা

০৫ অগাস্ট ২০২১

বানভাসি দুর্গতদের অবস্থা স্বচক্ষে দেখতে আমতায় গিয়ে পানিতে নেমে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ওই অবস্থাতেই দুর্গতদের সঙ্গে বন্যার পানিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, দামোদর ভ্যালি করপোরেশনের (ডিভিসি) পানি ছাড়ানোর কারণে এটি ‘ম্যান মেড’ বা মানবসৃষ্ট বন্যা। বৃষ্টি বেশি হচ্ছে, তা ঠিক। কিন্তু এটি বর্ষার বন্যা নয়। এটি হচ্ছে পানি ছাড়ার বন্যা।

উদয়নারায়ণপুরে বন্যার্তদের কাছে পৌঁছান মমতা। মমতা জানান, প্রধানমন্ত্রী মোদি তাকে আশ্বাস দিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার তাদের পাশে রয়েছে। প্রয়োজনে যেকোনো ধরনের সাহায্য করা হবে।

আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর