৩০ অক্সিজেন প্ল্যান্ট কিনবে সরকার

০৫ অগাস্ট ২০২১

করোনা উদ্ভূত পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রাখতে ৩০টি অক্সিজেন প্ল্যান্ট কিনবে সরকার। বুধবার অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়  এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী জানান, অক্সিজেন প্ল্যান্টগুলোর দাম ও অন্য বিষয়গুলোর ব্যাপারে পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে। কারণ, ফিন্যান্সিয়াল বিষয়টি আজকের (বুধবার) সভায় বিবেচিত হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসট্যান্স প্রজেক্টের আওতায় এসব  প্ল্যান্ট কেনা হবে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর