মন্তব্য
কথা থাকলেও ৭ আগস্ট থেকে একটানা দেয়া হচ্ছে না, তার পরিবর্তে ১৪ আগস্ট থেকে দেয়া হবে করোনার গণটিকা। তবে রান টেস্ট হিসেবে এ ক্যাম্পেইনের আওতায় ৭ আগষ্টে একদিন টিকা দেয়া হবে। করোনার সংক্রমণ বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধের মেয়াদ বাড়ানোয় গণটিকা দেয়ার ক্ষেত্রে এ সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম।
ডা. খুরশীদ আলম জানান, ৭ আগস্টের পর সাতদিন বন্ধ থাকবে গণটিকাদানের এ ক্যাম্পেইন। এরপর ১৪ তারিখ থেকে আবার ক্যাম্পেইন চালু হবে। গণটিকাদানের ক্যাম্পেইন বন্ধ থাকাকালে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, কোটি মানুষকে টিকার আওতায় আনতে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে এ ক্যাম্পেইন ৭ আগষ্ট থেকে শুরু হয়ে ১২ই আগস্ট পর্যন্ত চলার কথা ছিল।
এমকে