টিকা নিলেই এক হাজার ডলার!

০৬ অগাস্ট ২০২১

করোনার টিকা নেওয়া সম্পন্ন করেছেন এমন প্রমাণ দিতে পারলেই কর্মীকে দেওয়া হবে এক হাজার ডলার পুরস্কার। তবে শর্ত হচ্ছে এই সুযোগ ঘোষণার আগেই টিকা নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিশ্বের অন্যতম বিনিয়োগ প্রতিষ্ঠান ভ্যানগার্ড  দ্রুত টিকার আওতায় আনার চেষ্টায় কর্মীদের জন্য এমন পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রে ভ্যানগার্ডের ১৬,৫০০ কর্মী রয়েছেন। 

ভ্যানগার্ডের একজন মুখপাত্র বলেন, ‘করোনা ভাইরাসের বিস্তার রোধে টিকা প্রদানে উদ্বুদ্ধ করতেই যে কর্মী টিকা গ্রহণের প্রমাণ দিতে পারবেন তাকে এই প্রণোদনা দিব। যারা টিকা নেয়ার মাধ্যমে নিজেকে, একে অপরকে এবং সমাজকে সুরক্ষিত করেছেন এই প্রণোদনা তাদের স্বীকৃতিস্বরূপ।’ 


মন্তব্য
জেলার খবর