তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে

১০ ফেব্রুয়ারী ২০২২

দেশের অনেকে এলাকায় বৃহস্পতিবার গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। কমে গেছে  তাপমাত্রা, বেড়েছে শীতের তীব্রতা। দিনভর সূর্যের দেখা না পাওয়ায় নেমে গেছে দিনের তাপমাত্রা। আবহাওয়ার এমন পরিস্থিতি শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আকাশ পরিস্কার হলে সারাদেশে তাপমাত্রা ২-৩ ডিগ্রি নেমে যেতে পারে। ১২ ফেব্রুয়ারির পর আর একটি শৈত্যপ্রবাহ হতে পারে। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছ সৈয়দপুরে, ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে ঢাকায়  ১৬.৮, ময়মনসিংহে ১৫.২, চট্টগ্রামে ১৫, সিলেটে ১৩.৯, রাজশাহীতে ১৫, রংপুরে ১৫.৫, খুলনায় ১৭ এবং বরিশালে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে-  পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গাসহ রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়  বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি ধরণের এ বৃষ্টির সময় দমকা হাওয়া বয়ে যেতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি ও সারা দেশের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলসহ নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এমকে


মন্তব্য
জেলার খবর