মন্তব্য
বিশ্বের সবচেয়ে মোটা গাছের পরিধি ৪২ মিটার। দিন দিন গাছটা আরো মোটা হচ্ছে।
মেক্সিকোর সান্তা মারিয়া দেল তুলে শহরের দশাসই গাছটার নাম ‘এল আরবল দেল তুলে’ ওরফে ‘তুলের গাছ’। বয়স কমসে কম দুই হাজার বছর।
গাছটাকে মানববেষ্টনী দিতে হলে হাতে হাত রেখে ঘিরে অন্তত ৩০ জন মানুষকে দাঁড়াতে হবে!