মন্তব্য
বিনা বিচারে তিন বছর কারাগারে ছিলেন সৌদি আরবের রাজকন্যা বাসামা আল সৌদ ও তার মেয়ে। ২০১৯ সালের মার্চ থেকে তিনি আটক ছিলেন। কোনো কোনো সূত্র বলছে, গত বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়া হয়েছে।
মানবাধিকার সংস্থা এএলকিউএসটি ফর হিউম্যান রাইটস এক টুইটে বলেছে, বাসামা আলে সৌদ ও তার মেয়ে সুহোদ আশ-শারিফ আটকাবস্থা থেকে মুক্তি পেয়েছেন।
মানবাধিকার সংস্থাটি আরও বলেছে, শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরও প্রয়োজনীয় চিকিৎসাসেবার জন্য এর আগে তাকে মুক্তি দেওয়া হয়নি। যদিও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগই আনা হয়নি।
মুহাম্মাদ বিন সালমান যুবরাজ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ধরপাকড় অভিযান শুরু হয় সৌদি আরবে। এই অভিযানে অনেক প্রভাবশালী ব্যক্তিত্বও আটক হন।
আরআই