মন্তব্য
টোকিও অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসে বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের গ্রান্ট হলোওয়ের রেকর্ড গুড়িয়ে নতুন রেকর্ড গড়লেন জ্যামাইকার হান্সলে পার্চমেন্ট। তার এই অনবদ্য অর্জনকে অবিশ্বাস্য বলে আখ্যা দিয়েছে সমালোচক মহল।
শূণ্য দশমিক ৪ সেকেন্ড এগিয়ে থেকে এ রেকর্ড গড়েন ৩১ বছর বয়সী পার্চমেন্ট। ১৩.০৫ টাইমিংয়ে রেস শেষ করেন তিনি। ৮ বছর আগে অনুষ্টিত লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন পার্চমেন্ট। তাই তো বৃহস্পতিবার তিনি এমন অঘটন ঘটাবেন তা কেউ ঘূনাক্ষরেও টের পায়নি।
স্বর্ণ জয়ের পর পার্চমেন্ট বলেন, “অসাধারণ, অসাধারণ অনুভূতি। আমি প্রচুর পরিশ্রম করেছি। অবিশ্বাস্য যে আমি গ্রান্ট হলোওয়েকে হারিয়েছি। আমি সত্যিই কৃতজ্ঞ। আমার মনে হয় না খুব বেশি লোক আশা করেছিল আমাকে নিয়ে।”