২৪৮ করোনা রোগীর মৃত্যু

০৬ অগাস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৪৮ জন মারা গেছেন।করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৬০৬ জনের। শনাক্তের হার ২৬ দশমিক ২৫। সুস্থতা ফিরে পেয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন করোনা রোগী।  শুক্রবার  স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত  করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জনের। এর মধ্যে মারা গেছেন ২২ হাজার ১৫০ জন। সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩টি। ১৬ দশমিক ৬০ শতাংশ নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৪৮ হাজার ৮০৭টি, পরীক্ষা হয়েছে ৪৮ হাজার ১৫টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩৮ জন আর নারী ১১০ জন। বিভাগের মধ্যে ঢাকায় ৬৯ জন, চট্টগ্রামে ৭৫ জন, রাজশাহীতে ১৬ জন, খুলনায় ৩৬ জন, বরিশালে ২০ জন, সিলেটে  ১৬ জন, রংপুর আর ময়মনসিংহে  আট জন করে রয়েছেন। সরকারি হাসপাতালে ২০৯ জন, বেসরকারি হাসপাতালে ৩৩ জন আর বাড়িতে ছয় জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর