পোয়ার দরে কেজি ২০০, দিশেহারা কাঁচা মরিচের ক্রেতারা

০৬ অগাস্ট ২০২১

রাজধানীর বিভিন্ন বাজারে শুক্রবার  খুচরা দরে এক পোয়া  (২৫০ গ্রাম) কাঁচা মরিচ কিনতে ক্রেতাদের গুনতে হয়েছে নূন্যতম ৫০ টাকা, কোথাও কোথাও আরো ৫ টাকা বেশি।  সেই হিসাবে এক কেজি কাঁচা মরিচের দাম দাঁড়ায় ২০০-২২০। অথচ এখনকার পোয়ার দরে এক সপ্তাহ আগে পাওয়া যেতো আধা কেজির বেশি, তার আগের সপ্তাহে পাওয়া যেতো সোয়া কেজি কাঁচা মরিচ।সপ্তাহের ব্যবধানে অস্বাভাবিক এ দাম বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন এ মরিচের ক্রেতারা।  

দাম বৃদ্ধির পেছনে বৃষ্টিজনিত উৎপাদন ব্যাহত, উৎপাদনের মৌসুম পরিবর্তন ও বর্ষাকে দায়ী করছেন কাঁচা মরিচের বিক্রেতারা। বলছেন, এসব কারণে বাজারে সরবরাহ কম, তাই দাম বাড়ছে হু হু করে। এদিকে দাম বাড়ায় কেজির পরিবর্তে শ’ গ্রাম করে মরিচ কিনছেন ভোজনপ্রিয় বাঙালি। তবে কাঁচা বাজারে দামে কাঁচা মরিচ আগুন লাগালেও ক্রেতাদের স্বস্তিতে রেখেছেন অন্যান্য সবজি। কেজি ৩০-৪০ টাকার  মধ্যেই পাওয়া যাচ্ছে প্রায় সব ধরনের। যদিও অফ সিজনের কারণে টমেটো ও গাজরের দামটা এখন বেশি, বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে।

এমকে


মন্তব্য
জেলার খবর