সেনাবাহিনীকে দায়িত্ব দিন: জিএম কাদের

০৬ অগাস্ট ২০২১

সংক্রমণপ্রবণ এলাকায় করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ জরুরি হয়ে পড়েছে, এর বিকল্প নেই বলেই মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। আর এ হাসপাতাল নির্মাণে সেনাবাহিনীকে দায়িত্ব দিলে দেশ উপকৃত হবে বলেও মনে হয় তার। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানান তিনি।

জিএম কাদের বলেন, করোনার প্রকোপ কমছে না, পুরো দেশই করোনার হটস্পট হয়েছে। করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর প্রায় ৯০ শতাংশ বেড পূর্ণ হয়ে গেছে। বেশিরভাগ হাসপাতালে আইসিইউ খালি নেই । তাই দেশের মানুষের জীবন বাঁচাতে এ মুহূর্তে ফিল্ড হাসপাতাল নির্মাণের বিকল্প নেই।ফিল্ড হাসপাতাল নির্মাণ করে চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া করোনা চিকিৎসায় সাফল্য পেয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন জিএম কাদের।

ফিল্ড হাসপাতাল নির্মাণে সেনাকে দায়িত্ব দেয়ার যৌক্তিকতা প্রসঙ্গে জিএম কাদের বলেন, প্রতিবছর বিভিন্ন মহড়ায় দ্রুততার সঙ্গে ফিল্ড হাসপাতাল নির্মাণ করে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর । ফিল্ড হাসপাতাল নির্মাণে দারুণ অভিজ্ঞতা রয়েছে তাদের।

এমকে


মন্তব্য
জেলার খবর