বেড়েছে লেনদেন

১১ ফেব্রুয়ারী ২০২২

আগের কার্যদিবসের তুলনায় যেমন লেনদেন বেড়েছে, তেমনি বেড়েছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিস্থিতি ছিল এমনই। তবে সূচকের ক্ষেত্রে ডিএসইতে মিশ্র প্রবণতা দেখা গেলেও উত্থান দেখা গেছে সিএসইতে।

ডিএসই-এর দিকে তাকালে দেখা যায়, ৩৮০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১৬৩টির  এবং বাকি ৪৬টির অপরিবর্তিত ছিল। তিন সূচকের মধ্য দুটি-  ডিএসইএক্সর ৪ দশমিক ৫৬ ও ডিএসইএসর  ৪ দশমিক ৭২ পয়েন্ট বাড়লেও বাকি ডিএস৩০-এর পয়েন্ট ৭ দশমিক ৪৮ কমেছে। দিন শেষে ডিএসইএক্স সাত হাজার ৮৫ দশমিক ৯৪, ডিএসইএস এক হাজার ৫১৭ দশমিক ৬১ ও ডিএস-৩০ দুই হাজার ৫৯৭ দশমিক ৪৯  পয়েন্টে অবস্থান করে।

আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১০৩ কোটি ৫০ লাখ টাকা, লেনদেন হয় এক হাজার ২৫৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ১৫০ কোটি ৮১ লাখ টাকা।

বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় বাংলাদেশ শিপিং করপোরেশন টাকার অঙ্কে শীর্ষে ওঠে আসে, ৮৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর ৯ দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধি নিয়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে সিএসইতে দুই সূচকের মধ্যে প্রধানটি সিএসসিএক্স ১৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৬০ দশমিক ২৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৪৭ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করে। ৩০৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১০২টির এবং বাকি ৪১টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ৬৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১ কোটি ৭৭ লাখ টাকা, লেনদেন বেড়েছে এক কোটি ৭৫ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর