আজীবনের শাস্তি বয়ে বেড়াচ্ছেন ক্রিকেটার নাসুম !

০৬ অগাস্ট ২০২১

সুনামগঞ্জ প্রতিনিধি:

দুর্দান্ত বোলিং নৈপুণ্যে সফরকারী অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জয়ের তরী বাংলাদেশের পাড়ে ভেরানোর মাঝি নবাগত নাসুম আহমেদ বয়ে বেড়াচ্ছেন আজীবনের জন্য দেয়া শাস্তি! নিজের জন্মভূমি সুনামগঞ্জে তাকে খেলোয়াড় হিসেবে আজীবন নিষিদ্ধ করা হয়েছে ২০১৫ সালে।

নাসুম আহমেদ সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া এলাকার সন্তান। তবে এ পরিচয় তিনি দিতে চান না বলে গুঞ্জন রয়েছে। রয়েছে এর পেছনে অজানা কারণ। এ ক্রিকেটার নিজেকে সিলেটের বলে পরিচয় দেন। আর দীর্ঘদিন ধরেই খেলেছেন সিলেট জেলা দলের হয়ে।

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা বলছে, ২০১৫ সালে নাসুমকে নিয়ম অনুযায়ী সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। তবে সেক্ষেত্রে তার প্রতি ভালোবাসাও কমতি ছিলো না বলে দাবি করা হয়েছে। সুনামগঞ্জ জেলা দলে না খেললেও খেলেছেন জেলায় আয়োজিত লীগের ক্রিকেটে। জেলা পর্যায়ে সুনামগঞ্জের দলে না খেলে তিনি সিলেটের হয়ে সুনামগঞ্জ দলের বিপক্ষে খেলেছেন। দেননি নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য কোন আবেদনও। তবে বাংলাদেশ দলের হয়ে ভালো পারফরমেন্স করায় তাকে নিয়ে গর্ব করছে সুনামগঞ্জবাসী।

সুনামগঞ্জ জেলা আম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশনের সদস্য ছাদিকুর রহমান চৌধুরী বলেন, নাসুম আহমেদ আমাদের সুনামগঞ্জের গর্ব। সুনামগঞ্জের প্লেয়ার সুনামগঞ্জে খেলতে পারবে না তা হতে পারে না। আমরা আশা করি- নিজ জেলা সুনামগঞ্জে এসে অস্ট্রেলিয়ার মতো সুনামগঞ্জের মাঠ কাঁপাবে সে।

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বলেন, নাসুম ডিসট্রিক কোটায় সুনামগঞ্জ লীগের একটি টিমে রেগুলার খেলতো। জেলা পর্যায়ে জাতীয় লীগ শুরু হলে জেলা ক্রিকেট সংস্থার ক্রিকেট কমিটি তাকে সুনামগঞ্জ জেলা দলে খেলার জন্য ডাক দেয়। তখন সে সুনামগঞ্জ জেলা দলের না হয়ে সিলেট জেলা দলের হয়ে খেলা শুরু করে। সেই কারণে সুনামগঞ্জের জেলা দলের নিয়ম অনুযায়ী তাকে আজীবন নিষিদ্ধ করা হয়।

নিষেধাজ্ঞা প্রসঙ্গে দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী জানান, নাসুম আহমেদ এখনো যদি আমাদের কাছে রিভিউএর জন্য আবেদন করে বা তার ক্লাবের পক্ষে কেউ আবেদন করে, আমরা তার নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করে সাদরে গ্রহণ করবো।

 

মনোয়ার চৌধুরী/এমকে

 


মন্তব্য
জেলার খবর