অজিদের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

০৬ অগাস্ট ২০২১

ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ৩য় ম্যাচে ১০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ফলে সিরিজের আরো ২টি ম্যাচ হাতে রেখেই ৩-০ তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করল টাইগাররা। সেই সাথে প্রথমবারের মতো অজিদের বিপক্ষে কোনো সিরিজ জয়ের ইতিহাস গড়ল মাহমুদুল্লাহ-সাকিবরা।

 

সহজ লক্ষ্য। তাই খুব সহজেই জেতার পরিকল্পণা ছিল অজিদের। কিন্তু বাংলাদেশের বোলারদের বোলিং তোপে ভেস্তে যায় সে পরিকল্পনা। ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার অবদি খেলেও জয়ের বন্দরে ভিড়তে পারেনি অস্ট্রেলিয়া। মুস্তাফিজের কম খরুচে বোলিং যেন কাল হয়ে দাঁড়ায় অজিদের জন্য। ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন ফিজ।

 

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে সবকটি ওভার খেলে মাত্র ১২৭ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। সর্বোচ্চ ৫২ রান আসে অধিনায়ক মাহমুদুল্লাহর ব্যাট থেকে। এছাড়া সাকিব, আফিফ ও সোহান যথাক্রমে ২৬, ১৯ ও ১১ রান করেন। তবে আর কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

 

স্বল্প পুঁজি নিয়েই দমে যায়নি বাংলাদেশ। শেষ অবদি লড়াই করে টাইগাররা। শুরুতেই অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হানেন নসুম। শরিফুলের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড। ৫ বলে ১ রান করেন তিনি। ৮ রানে ১ উইকেট হারালেও ২য় জুটিতে ঘুরে দাঁড়ায় অজিরা। এ জুটিতে ম্যাকডারমোর্টকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন মিচেল মার্শ।

 

এই জুটিতে যখন অস্ট্রেলিয়া জয়ের স্বপ্ন দেখছিল, তখন ম্যাকডারমোর্টকে বোল্ড করেন সাকিব। ৪১ বলে ৩৫ রানের ফেরেন এই ওপেনার। ম্যাকডারমোর্ট ফিরলেও ক্রিজের এক প্রান্ত আগলে রাখেন আগের দুই ম্যাচে ভালো করা মার্শ। ৪৫ বলে অর্ধশতকও পূর্ণ করেন তিনি। তাকে থামিয়ে দেন শরিফুল। ৪৭ বরে ৫১ রান করেন তিনি। শেষ পর্যন্ত ব্যাট করে ১১৭ রান করতে সক্ষম হয় অজিরা। ফলে ১০ রানের লড়াকু জয় পায় টাইগাররা।

 

স্কোরকার্ড:

 

বাংলাদেশ : ২০ ওভারে ১২৭/৯ (নাইম ১, সৌম্য ২, সাকিব ২৬, মাহমুদউল্লাহ ৫২, আফিফ ১৯, শামীম ৩, সোহান ১১, মেহেদী ৬, মুস্তাফিজ ০, শরিফুল ০; হেইজেলউড ৪-০-১৬-২, জাম্পা ৪-০-২৪-২, অ্যাগার ৪-০-২৩-০, মার্শ ১-০-১৫-০, ক্রিস্টিয়ান ২-০-৯-০, এলিস ৪-০-৩৪-৩, টার্নার ১-০-২-০)। 

 

অস্ট্রেলিয়া :  ২০ ওভারে ১১৭/৪ (ম্যাথ ওয়েড ১, ম্যাকডামোর্ট ৩৫, মার্শ ৫১, ক্রিস্টিয়ান ৭, হেনরিকেস ২, অ্যালেক্স ২০ ; সাকিব ৪-০-২২-১, শরিফুল ৪-০-২৯-২, মুস্তাফিজ ৪-০-৯-০, সৌম্য ১-০-৯-০, নাসুম ৪-১-১৯-১)।

 

ফল : ১০ রানে জয়ী বাংলাদেশ।


মন্তব্য
জেলার খবর