ব্যক্তিগত বিলাসবহুল ট্রেন!

০৭ অগাস্ট ২০২১

দ্য জি ট্রেন নামের  ব্যক্তিগত বিলাসবহুল ট্রেনের নকশা করেছেন বিখ্যাত ফরাসি ডিজাইনার থিয়েরি গাগেইন। ৩৫ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। 

এই স্মার্ট ট্রেনটি লম্বায় প্রায় ১,৩০০ ফুট । এই ট্রেনে থাকবে মোট ১৪টি কামরা। মালিকের জন্য থাকবে একটি বিশাল বিলাসবহুল কামরা। থাকবে অন্তত ১১৮ জন অতিথি থাকার জন্য অতিথিকক্ষ।

ট্রেনটিতে আছে একটা জিম, আছে স্পা সেন্টার, পার্লার। আছে খাবারের জন্য আলাদা কামরা। রয়েছে অতিথিদের আড্ডা দেওয়ার জায়গা।  একটি বাগানও আছে। 

 


মন্তব্য
জেলার খবর