ভারত্তোলন করে বৃদ্ধার রেকর্ড

০৭ অগাস্ট ২০২১

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার বাসিন্দা ১০০ বছর বয়সী এডিথ মারওয়ে-ট্রাইনাকে সবচেয়ে বেশি বয়সী ভারত্তোলক হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ।

৪০ থেকে ১৫০ পাউন্ড পর্যন্ত ওজন তুলে  তাক লাগিয়ে দিয়েছেন নাচের সাবেক  এই শিক্ষক।

এডিথ ৯১ বছর বয়সে নিয়মিতভাবে ভারত্তোলন শুরু করেন।

 

 


মন্তব্য
জেলার খবর