শিশুদের আত্মহত্যা বাড়ছে

০৭ অগাস্ট ২০২১

পড়াশোনার চাপে আত্মহনন বেছে নিচ্ছেন নাবালক-নাবালিকারা। বাড়ি থেকে অল্প বয়সে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করায় আত্মহত্যা করেছে অনেক কিশোর-কিশোরী। এছাড়া শারীরিক নিগ্রহ, প্রিয়জনের মৃত্যু, মাদকাসক্তির ফলেও আত্মহত্যা করেছে অনেক শিশু।

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) প্রতিবেদনে আত্মহত্যার কারণগুলি দেখানো হয়েছে।

আর তাতে বলা হয়েছে, শিশুদের মনে কী চলছে, তারা আদৌ খুশি কিনা, সে বিষয়ে উদাসীন অভিভাবক ও শিক্ষকরা। শুধু বাড়তে থাকে তুলনা, অযথা প্রত্যাশা, উচ্চাকাঙ্ক্ষার চাপ। সন্তানের মানসিক অবস্থাকে আমল দেন না বেশিরভাগ মা-বাবাই। যার ফলে হারিয়ে যাচ্ছে ওরা।

হিন্দুস্তান টাইমস


মন্তব্য
জেলার খবর