মন্তব্য
ফরাসি ধনকুবের ৭২ বছর বয়সী বার্নার্ড আরনল্ট বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির স্থান দখল করেছেন। এলভিএমএইচ মোয়েট হেনেসি লুই ভুটনের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি।
লুই ভুটন, সেফোরাসহ বিশ্বসেরা ৭টি ব্র্যান্ডের তত্ত্বাবধানকারী বার্নার্ড এর সম্পদের মূল্য প্রায় ১৭ লাখ কোটি টাকার সমান।
এলভিএমএইচ সাম্রাজ্য দেখাশোনা করছেন আর্নল্টের পাঁচ সন্তানের মধ্যে ফ্রেডরিক, ডেলফিন, অ্যান্টোইন এবং আলেকজান্দ্রে।
ফোর্বস