মন্তব্য
ক্রিকেটের টি-টোয়েন্টি ফরমেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু থেকেই টানা তিন ম্যাচ জিতে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার পৃথক বার্তায় এ অভিনন্দন জানান। তার আগে মিরপুর টাইগারদের থাবায় সিরিজ হারায় সফরকারীরা। ৫ ম্যাচের সিরিজে এখন খেলা বাকি রয়েছে দুই ম্যাচের।
এদিকে অভিনন্দন জানানোর পাশাপাশি একই বার্তায় জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।অন্যদিকে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং রাজনৈতিক দলের নেতারাসহ দেশের বিশিষ্টজনের।
এমকে