দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু

০৭ অগাস্ট ২০২১

আজ (৭ আগস্ট) থেকে একযোগে সারাদেশে ওয়ার্ড পর্যায়ে কাম্পের মাধ্যমে গণটিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। পঞ্চাশোর্ধ্ব বয়সের মানুষ, নারী, শারীরিক প্রতিবন্ধী,দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষদের প্রাধান্য দেয়া হবে এ ক্যাম্পেইনে। এ কার্যক্রমে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারীকে সহযোগিতা করবেন এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী। টিকাদানে ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। বেশি সংখ্যক মানুষকে একসঙ্গে ও দ্রুত টিকার আওতায় আনতেই এ ক্যাম্পেইন হচ্ছে। শুক্রবার সংবাদ সম্মেলনে এ টিকাদান কর্মসূচির বিষয়টি তুলে ধরেন স্বাস্থ্যের ডিজি অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানায়, দেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভা এবং বিভিনন সিটি করপোরেশন মিলে মোট ৪৩৩টি ওয়ার্ডে এ ক্যাম্পেইন হবে।পঞ্চাশোর্ধ্বদের অগ্রধিকার দেয়া হলেও ২৫ বছর ও তদূর্ধ্ব মানুষ নিতে পারবেন এ টিকা।

স্বাস্থ্যের ডিজি জানান, ইউনিয়ন ও পৌরসভায় বাদ পড়া ওয়ার্ডের টিকা দেয়া হবে ৮-৯ আগস্ট। ৭-৯ আগস্ট পর্যন্ত টিকা দেয়া হবে সিটি করপোরেশন এলাকায়। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে এ কার্যক্রম চালু থাকবে ৮-৯ আগস্ট। আর ৫৫ বয়সের রোহিঙ্গাদের এ টিকা দেয়া হবে ১০-১২ আগস্ট । আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, এখন পর্যন্ত দেশের এক কোটি ২৮ লাখ মানুষকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে। নিবন্ধন করেছে এক কোটি ৭৭ লাখ ৯৫ হাজার।

এমকে


মন্তব্য
জেলার খবর