ট্রাকচালক হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

০৭ অগাস্ট ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত ট্রাকচালক হত্যা মামলার এক আসামি র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি এলজি, ১৫ রাউন্ড কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ২টি রাম দা, ১টি ছোরা উদ্ধার করা হয়েছে। শনিবার রাত (শুক্রবার দিনগত) দেড়টার দিকে সলিমপুরের ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসামি হলো কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার তারাকান্দি গ্রামের আজিজুল হকের ছেলে কাজল, থাকতো চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায়। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, ঘটনাস্থল এলাকায় একদল ডাকাত মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- ঘটনার আগে গোপন সূত্রে এ খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে যায়।এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে একপর্যায়ে ডাকাতদল পালিয়ে যায়। পরে কাজলের মরদেহ দেখতে পায় তারা। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, গত ১৬ জুলাই রাতে চট্টগ্রামের একটি হাটে নিয়ে যাওয়ার সময় ওই এলাকায় ট্রাক থেকে কোরবানির গরু লূটের চেষ্টা চালায় একদল ডাকাত। এসময় গরুবাহী ট্রাকচালক আব্দুল (৩৫) গরু লূটে বাধা দিলে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আব্দুলের এক আত্মীয় সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন। মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়, এর মধ্যে দুজনকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারদের মধ্যে চার জন খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অন্য চার আসামি রিমান্ডে আছেন। পুলিশ জানায়, আদালতে দেয়া চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে- আবদুর রহমানকে গুলি করে হত্যা করেন কাজল।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর