ভক্তদের ভদ্র হতে বললেন কাজল

১১ ফেব্রুয়ারী ২০২২

দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকাদের অন্যতম কাজল আগারওয়াল। অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। শিগ্গিরই মা হতে যাচ্ছেন তিনি।

 

নতুন অতিথিকে স্বাগত জানানোর আগে বেবিমুনের জন্য দুবাই গিয়েছেন তিনি। সেখানে কাটানো নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন। এমনকি তার শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে তার বেবিবাম্পও।

 

কিন্তু সেসব ছবির নিচেই তার শারীরিক পরিবর্তন নিয়ে করা হচ্ছে সমালোচনা। আর এতেই চটলেন তিনি। কাজলের কথায়, আমার জীবনে, শরীরে, বাড়িতে এবং সবচেয়ে জরুরিভাবে কর্মক্ষেত্রে বেশকিছু নতুন পরিবর্তন হচ্ছে। কিছু কমেন্ট, বডি শেমিং, মিম ইত্যাদি করে সত্যি কোনো লাভ নেই। আপনাদের কাছে অনুরোধ, একটু দয়ালু হতে শিখুন।


মন্তব্য
জেলার খবর