২৪ ঘণ্টায় ২০৪ ডেঙ্গু রোগী শনাক্ত

০৭ অগাস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে ২০৪ জন ডেঙ্গু জ্বরের রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৯৪ জনের বসবাস ঢাকায়, বাকি ১০ জন ঢাকার বাইরের- অন্য বিভাগের । এনিয়ে চলতি মাসে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৬১ জন ডেঙ্গু রোগী। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য  বলছে এ কথা। 

স্বাস্থ্য অধিদফতর জানায়,  বর্তমানে ৯৯৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন । এর মধ্যে ৯৫৮ জন আছেন ঢাকায়। বাকি ৩৯ জন ঢাকার বাইরে- অন্য বিভাগে। চলতি বছরে এখন পর্যন্ত ৪ হাজার ৩১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৩১২ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ডেঙ্গুতে মারা গেছেন- এমন সন্দেহে  ১০ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর