১২ বেঞ্চে চলবে হাইকোর্টের বিচার কার্যক্রম

০৭ অগাস্ট ২০২১

করোনা উদ্ভূত পরিস্থিতিতে এতদিন সীমিত পরিসরে ২-৩টি বেঞ্চে চললেও ৮-১২ আগস্ট পর্যন্ত ১২টি বেঞ্চে চলবে হাইকোর্টের ভার্চুয়াল বিচার কার্যক্রম । বিচারপ্রার্থী  এবং হাইকোর্টের আইনজীবীদের সুবিধার্থে এসব বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে  এ সংক্রান্ত  বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত চলবে বিচার কার্যক্রম। বেঞ্চগুলো হলো- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ, বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর  বেঞ্চ, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এবং বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের  বেঞ্চ,বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের  বেঞ্চ, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম. জাহিদ সারওয়ারের বেঞ্চ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ, বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এবং বিচারপতি মো. সেলিমের  বেঞ্চ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর