শিল্প-কলকারখানাগুলোর লোকসান কমিয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পরিকল্পনা প্রণয়নের কথা বলেছেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। বলেছেন, এ জন্য কলকারখানাগুলোর সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে,উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিপণন ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।শনিবার গাজীপুরে ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র কারখানাগুলোতে কর্মরতদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন।তার আগে এসব কারখানা পরিদর্শন করেন তিনি।শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে করণীয় প্রসঙ্গে শিল্পসচিব বলেন, বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠানের ন্যায় সামগ্রিক উৎপাদন ব্যবস্থাপনা পরিচালনা করতে হবে। গ্রাহকের পছন্দ ও বাজারের চাহিদা ভিত্তিক নতুন নতুন পণ্য উৎপাদন করতে হবে।উৎপাদিত পণ্যের গুণগত বৈশিষ্ট্য সংবলিত বিজ্ঞাপণ বাড়াতে হবে। বৈচিত্র্যও আনতে হবে পণ্য উৎপাদনে, উৎপাদনও আরো বাড়াতে হবে। অনুষ্ঠানে বিএসইসি’র চেয়ারম্যান রইছ উদ্দিন উপস্থিত ছিলেন।
এমকে