পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দলটির কাছে মানুষের চাওয়াটাও অনেক বেশি। কোপা আমেরিকার কাপ নিজেদের করে না নিতে পারায় ভক্তদের চাওয়া পূরণে ব্যর্থ হয়েছিল দলটি। তবে এবারের টোকিও অলিম্পিকের কাপ ঘরে তুলে ভক্তদের মান রেখেছে নেইমাররা। ফাইনালে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ব্রাজিল।
ইয়োকোহামা স্টেডিয়ামে সোনা জয়ের লক্ষ্যে মাঠে নামে ব্রাজিল। ম্যাথিউস কুনিয়ার গোলে এগিয়ে থেকে প্রধমার্ধ শেষ করে ব্রাজিল। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে স্পেন। সমতা সূচক গোলটি করেন ওয়ারজাবাল। তবে অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলের ম্যালকম। ফলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমাররা।
২০১৬ সালের অলিম্পিকেও সোনা জিতেছিল ব্রাজিল। এ জয়ের ফলে বিশ্বে পঞ্চম দেশ হিসেবে দুবার সোনা জয়ের রেকর্ড গড়ল দেশটি।