কাল ভক্তদের বিদায় জানাবেন মেসি

০৭ অগাস্ট ২০২১

স্প্যানিশ ফুটবল জায়ান্ট ক্লাব বার্সেলোনার সাথে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির সম্পর্ক প্রায় ২১ বছরের। ক্লাবটির নানা জয়-পরাজয়ে অবদান রয়েছে তার। তাই তো অবসরের আগ পর্যন্ত ক্লাবটিতে থাকতে চেয়েছিলেন তিনি। অর্ধেক বেতনেও ক্লাবটির সাথে চুক্তিতে রাজি হয়েছিলেন। ক্লাবটিও তাকে রাখতে চেয়েছিল। কিন্তু দেশটির নিয়মের মারপ্যাঁচে তা আর হলো না। সব জল্পনা কল্পণার অবসান ঘটিয়ে ইতি হলো প্রায় এক যুগের এ সম্পর্কের।

 

বার্সা থেকে বিদায় নিয়ে মেসি অনেক হতাশ। প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা শুক্রবার জানিয়েছেন, মেসিকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড এতটাই হতাশ ছিলেন যে তাতে আপত্তি জানালেন।

 

তবে বার্সা ভক্তদের উদ্দেশ্যে কিছু না বলে বিদায় নিচ্ছেন না তিনি। রোববার (৮ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৪টায় বার্সা ভক্তদের ‘গুডবাই’ জানাতে সংবাদ সম্মেলন করবেন মেসি।


মন্তব্য
জেলার খবর