টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন জেমি সিডন্স। বাংলাদেশ ক্রিকেট দলের প্রোটিয়া ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বিসিবি। আর সাবেক প্রধান কোচ জেমি সিডন্স জাতীয় দলের প্যানেলে ফেরায় খুশি টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সুজন বলেন, ‘সিডন্স তো পরীক্ষিত কোচ। অন্যতম সেরা ব্যাটিং কোচ। তরুণ যারা আসছে তাদের জন্য অনেক কাজে লাগবে। বিপিএলে সব ছেলের খেলা দেখছেন। আমাদের ছেলেদের এটিটিউড কী, এই ফরম্যাটে কোন এটিটিউডে ব্যাটিং করছে সেটাই দেখছেন।’
সুজন আরো বলেন, ‘যেহেতু বাংলাদেশের ক্রিকেটে আগে কাজ করে গেছে, তামিমদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক, তামিমরা তখন ছোট ছিল তার সঙ্গেই কাজ করেছে। এখন পরিণত সাকিব, তামিম, মুশফিককে পাচ্ছে। সিডন্স আসলে অবশ্যই অনেক ভালো হবে। তরুণদের জন্যও বড় ব্যাপার হবে।’
পারিবারিক কারণে পদত্যাগ করেছেন অ্যাশওয়েল প্রিন্স। আবার গুঞ্জন রয়েছে অপমানে পদত্যাগ করেছেন তিনি। আসলে ঠিক কী কারণে পদত্যাগ করেছেন, তা জানা নেই বলে দাবি সুজনের। তিনি বলেন, ‘শুধু জানি প্রিন্স পদত্যাগ করেছে। কেন তা নিশ্চিত নই।’
আরআই