টিকা নিয়েও হাসপাতালে বহু মানুষ

০৮ অগাস্ট ২০২১

ইংল্যান্ডে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে টিকার দুই ডোজ নেয়া শত শত মানুষকে।

যারা টিকা নিয়েছেন তাদের মাধ্যমেও ডেল্টার সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে,পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)।

যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সির প্রধান জেনি হ্যারিস বলেন, ভ্যাকসিন সব ঝুঁকি দূর করতে পারবে না। ভ্যাকসিন নেয়ার পরেও কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ভ্যাকসিন নেয়া ব্যক্তি থেকে অন্যদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

আল-জাজিরা


মন্তব্য
জেলার খবর