পরীমনির সদস্যপদ স্থগিত

০৮ অগাস্ট ২০২১

চিত্রনায়িকা পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

সমিতির শীর্ষ পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এতে সব সদস্যের মতামত নেয়া হয়েছে বলে শনিবার এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন সমিতির সভাপতি মিশা সওদাগর।

তিনি বলেন, ‘পরীমনির ঘটনায় চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। পরীমনির বিষয়ে মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমরা তাই পরীমনির সদস্যপদ স্থগিত করলাম।’


মন্তব্য
জেলার খবর