ডেল্টার পর এবার ইটা ভ্যারিয়েন্ট

০৮ অগাস্ট ২০২১

ভারতে করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের পর এবার মিজোরাম ও কর্নাটক রাজ্যে ইটা নামের আরেকটি স্ট্রেইন শনাক্ত হয়েছে।

সপ্তাহ দুয়েক আগে মেঙ্গালুরুর এক বাসিন্দার শারীরিক অসুস্থতা শুরু হয়। তারপর তার করোনা সংক্রমণ ধরা পড়ে। পরে জানা যায়, তিনি করোনার ইটা ভ্যারিয়েন্টে আক্রান্ত। 

ভারতে এই ভ্যারিয়েন্টের সন্ধান প্রথম মিলে মিজোরামে। বিশ্বে প্রথম ইটা সংক্রমণের খবর মেলে ২০২০ সালের ডিসেম্বরে। 

আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর