ব্রিটেনের নাগরিকদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ

০৮ অগাস্ট ২০২১

তালেবান ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্রতর হওয়ায় নিরাপত্তা পরিস্থিতি অবনতিতে ব্রিটিশ নাগরকিদের দ্রুত আফগানিস্তান ত্যাগের নির্দেশ দিয়েছে বরিস জনসন সরকার। 

পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস এক বিবৃতিতে বলেছে, ‘দেশটিতে সংকট আরও বাড়ছে। আপনি যদি এখনও আফগানিস্তানে থাকেন, তবে বিলম্ব না করে দ্রুত ত্যাগ করুন। কারণ নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে’।

ব্রিটেনের পররাষ্ট্র দফতর থেকেও সতর্ক করেছে এবং আফগানিস্তানে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


মন্তব্য
জেলার খবর