দেশের মানুষ করোনায় সংক্রমিত হচ্ছে রাস্তাঘাটে, স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে সংক্রমণ। সংক্রমণ কমাতে চাইলে পরিবহন-যোগাযোগ সেক্টরকে নিয়ন্ত্রণ করতে হবে।সরকারের বিভিন্ন বাহিনীর দায়িত্বপ্রাপ্তরা ও সেক্টর সংশ্লিষ্টরা এ নিয়ন্ত্রণ করতে পারবে।একই সঙ্গে লাগবে জনগণের সহযোগিতা।এসব তথ্য ওঠে এসেছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বক্তব্যে। শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে করোনা পরিস্থিতির বিষয়ে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, সংক্রমণ হাসপাতাল-ক্লিনিকে তৈরি হয় না। ডাক্তার-নার্স ট্রান্সপোর্ট সেক্টর ও ফ্যাক্টরি কন্ট্রোল করতে পারবে না। জনগণের সহযোগিতা পারবে এ সংক্রমণের হার কমাতে। টিকা নিতে হবে সবাইকে। করোনার সম্মুখ যোদ্ধারা টিকা পেয়েছে, মোটামুটি পেয়েছে ছাত্ররাও।গ্রামে যাদের মৃত্যুর হার বেশি হচ্ছে, এখন তাদের আগে টিকা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।
এমকে