স্প্যানিস ক্লাব বার্সালোনাকে বিদায় জানাতেই হলো আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে। অর্ধেক বেতনেও ক্লাবটির হয়ে খেলতে চেয়েছিলেন এই সুপার স্টার। ক্লাবও তাকে রাখতে চেয়েছিল। কিন্তু দেশটির আঞ্চলিক নিয়মের মারপ্যাচে তা আর হলো না। তাই তো বিদায় বেলায় আক্ষেপ ঝরে পড়ল তার কথায়।
বিদায়ী সংবাদ সম্মেলনে ভক্তদের উদ্দেশ্যে মেসি বলেন, এটা আমার জন্য অনেক কঠিন। আমার জীবনের পুরোটাই এখানে কাটিয়েছি। আমি এটার জন্য প্রস্তত ছিলাম না। আমি এ ক্লাবেই থাকতে চেয়েছিলাম। আমার পরিবারও এটাই চেয়েছে। আমি ভেবেছিলাম এখানেই থাকব। কিন্তু আমাকে এই ক্লাব ও এই শহর ছেড়ে দিতে হচ্ছে। সবাইকে বিদায় জানাতে হচ্ছে। ১৩ বছর বয়সে এখানে আসি আমি। ২১ বছর কাটিয়েছি। আমি বার্সেলোনা ছেড়ে যাচ্ছি আমার স্ত্রী ও আমার তিন কাতালান আর্জেন্টাইন সন্তানদের নিয়ে।
মেসি আরও বলেন, কিন্তু আমার ইচ্ছা কয়েক বছর পর আবারও ফিরে আসব এখানে। আমি আমার সন্তানদের কথা দিয়েছি। আমি এই ক্লাবের জন্য এই জার্সির জন্য সব দিয়েছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সমর্থকদের আমাকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য।
মেসি বলেন, মহামারির জন্য গেল দেড় বছর মাঠে দর্শক ছিল না। তাদের দেখা ছাড়াই আমি চলে যাচ্ছি। আমার নাম ধরে চিৎকার করা আমি মিস করেছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমাকে এলো ভালোবাসা দেওয়ার জন্য। তবে আমি আবার এসে ক্লাবে যোগ দিতে চাই। যে কোনো ভূমিকায় হলেও ক্লাবকে আবার বিশ্বসেরা করতে চেষ্টা করব।
আমার জন্য কোন যে মুহূর্ত সেরা বলা খুব কঠিন। ভালো খারাপ সব সময়ই ছিল। অনেক বছর এখানে ছিলাম। যে কোনো একটা মুহূর্ত বলা কঠিন। ক্লাবের হয়ে আমার অভিষেকটা আমার কাছে স্বপ্ন পূরণের মতো। সেখান থেকে শুরু হয়েছে।